মোবাইলে এমবি বেশি কাটার কারন ও ডাটা খরচ কমানোর উপায়

মোবাইল ডাটা অন করা মাত্রই সব এমবি শেষে হয়ে যাচ্ছে? এর কারন আপনার ডাটা কোথায় কিভাবে ব্যবহার করবেন তা ঠিক মতো সেটআপ করে নিতে না পারা। আপনার মোবাইলে হয়ত আপনার বেখেয়ালেই প্রয়োজনীয় ডাটা খরচ হয়ে যেতে পারে। যে সকল কারনে অতিরিক্ত ডাটা খরচ হচ্ছে আপনি হয়ত এইসব কারন এড়িয়ে চলেও ভাল ইন্টারনেট অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রয়োজনীয় ভিডিও অটো প্লে, অটো ডাউনলোড, এপস ও ফাইল অটো আপডেট, ব্যাকরাউন্ড ডাটা ব্যবহার ইত্যাদি ফিচার গুলো আপনার প্রয়োজনীয় ডাটা খরচ করে দিতে পারে। তবে নিম্নের ধাপ গুলো অনুসরন করে আপনি খুব সহজেই আপনার মোবাইল ডাটা খরচ কমিয়ে নিতে পারেন।

অটো ভিডিও প্লে বন্ধ করুন:
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কল করলেই সামনে কিছু ভিডিও অটো প্লে হয়ে যায়। যার ফলে দূত মোবাইল ডাটা শেষ হতে থাকে। আপনার প্রয়োজন হলেই কেবল ভিডিওটি চালু করে দেখুন। তাই অটো প্লে ভিডিও বন্ধ করে ডাটা সাশ্রয় করুন।

ফেসবুকে অটো প্লে বন্ধ করার নিয়ম:
ফেসবুক এপস থেকে  “Settings” অপশনে যান। এরপর “Media and Contacts” থেকে “Videos and Photos” আপশনে ক্লিক করুন। তারপর “Auto Play” অপশনে ক্লিক করুন ও “Never Auto play videos” নির্বাচন করুন।

ফলে আপনি ফেসবুক স্কল করার সময় আপনার সামনে আশা ভিডিওটি তে ক্লিক করা না পর্যন্ত ভিডিওটি প্লে হবে না। এতে আপনার ডাটা খরচ অনেকটা কম হবে।

ইউটিউবে ভিডিও কোয়ালিটি কমিয়ে দেখুন:
ইউটিউবে HD বা 4K কোয়ালিটিতে ভিডিও প্লে করে দেখলে অনেক ডাটার প্রয়োজন পরে। আপনার ডাটা সাশ্রয়ের জন্য ইউটিউবে তুলনামূলক কম কোয়ালিটির ভিডিও দেখতে পারেন। 144p, 240p, 360p, 480p ইত্যাদি কোয়ালিটির ভিডিওতে সবচেয়ে কম ডাটা ব্যবহার করে ভিডিও দেখতে পারবেন। এক্ষেত্রে ভিডিও অন করে থ্রি ডট অপশন থেকে “Quality” অপশনে ক্লিক করে ভিডিও কোয়ালিটি পরিবর্তন করে নিতে পারেন।

হোয়াটস এপ বা মেসেঞ্জারে অটো ডাউনলোড অপশন বন্ধ করুন:
হোয়াটস এপ বা মেসেঞ্জারের মতো সেবা গুলোতে কেউ ছবি, ভিডিও বা ফাইল প্রেরণ করলে অটো ডাউনলোড হতে থাকে। এতে অতিরিক্ত ডাটা প্রয়োজন হয়। এবং মোবাইলের স্টোরেজে অপ্রয়োজনীয় ফাইল জমা হতে থাকে। শুধু আপনার প্রয়োজনীয় ফাইল সমূহ ডাউনলোড করে রাখুন। তাই হোয়াটস এপ বা মেসেঞ্জারের মতো সেবা গুলো ব্যবহার করে থাকলে অটো ডাউনলোড অপশন বন্ধ করে রাখুন।

ব্রাউজারে ডাটা রিডিউস ফিচার বা ডাটা সেভ ফিচার ব্যবহার করুন:
ইউসি ব্রাউজার, অপেরা মিনিসহ বর্তমানে অধিকাংশ ওয়েব ব্রাউজারে ডাটা রিডিউস বা ডাটা সেভ ফিচারটি যুক্ত আছে। আপনি চাইলে এই ফিচারটি ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজিং করার সময় ডাটা খরচ কমাতে পারেন।

ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিকশন ফিচার ব্যবহার করুন:
আপনি এখন কোনো একটি ব্রাউজারে Cyber 9X ওয়েবসাইট থেকে এই পোস্টটি স্কল করছেন। আপনি হয়ত মনে করতে পারেন শুধু এই ব্রাউজারটিতেই আপনার ডাটা খরচ হচ্ছে। আপনি হয়ত জানেন না আপনার মোবাইলের অন্যান্য এপস গুলোও ব্যাকগ্রাউন্ডে নিজেদের সচল রাখতে ডাটা ব্যবহার করেই যাচ্ছে। তাই আপনি যে এপস ব্যবহার করছেন শুধু ঐ এপসই যেন ডাটা ব্যবহার করে ও আপনি বেরিয়ে গেলে ব্যাকগ্রাউন্ডে ডাটা ব্যবহার বন্ধ হয়ে যায় তাই এই ফিচারটি চালু করুন। ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিকশন ফিচার ডাটা সেভিং করার জন্য অধিক কার্যকরী। এই ফিচার শুধু আপনার ডাটা সাশ্রয় করবে না, ব্যটারির চার্জও রক্ষা করতে সহায়ক ভূমিকা রাখবে। এই ফিচারটি চালু করতে আপনার মোবাইলের “Settings” এর “Data Usages” অপশনটি থেকে “Restrict background data” অপশনটি “Ok” করে দিন। উল্লেখ, মোবাইলের ভার্সন, অপারেটিং সিস্টেম ভেদে চালু করার পদ্ধতি ভিন্ন হতে পারে।

লোকেশন সার্ভিস বন্ধ রাখুন:
আপনার মোবাইলের বর্তমান লোকেশন অথাৎ আপনার লোকেশন বিভিন্ন এপস প্রতিনিয়ত আপডেট রাখতে GPS সিস্টেম ব্যবহার করে থাকে। আপনি ভ্রমণ বা ড্রাইভিং এ গেলে এসব এপস সমূহ GPS সিস্টেম প্রতিনিয়ত ব্যবহার করে আপনার ডাটা খরচ করতে থাকে। তাই লোকেশন সার্ভিস বন্ধ রাখুন।

অটো আপডেট বন্ধ করুন:
প্লে স্টোর বা এপস স্টোর থেকে আপনার মোবাইলের এপস অটো আপডেট হতে পারে। অটো আপডেটের ফলে আপনার মোবাইলে অতিরিক্ত ডাটা প্রয়োজন হয়। আপনি চাইলে অটো আপডেট অপশনটি স্টোরে গিয়ে বন্ধ করে ডাটা খরচ কমাতে পারেন। এছাড়াও বিভিন্ন ক্লাউড সাইডে আপনার মোবাইল থেকে সবসময় তথ্য, ফাইল, ছবি অটো আপডেট করে থাকতে পারেন। এক্ষেত্রে আপনি না চাইলে বন্ধ করে ডাটা খরচ কমিয়ে নিতে পারেন।

বি.দ্র: আপনার তথ্যের নিরাপত্তায় সবসময় আপডেট এপস ভার্সন ব্যবহার করুন। এবং আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ ফাইল সমূহ ক্লাউড স্টোরে নিরাপদে আপডেট রাখুন।